ম্যাক্রোঁকে একহাত নিলেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে একহাত নিয়েছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি। সোমবার  ম্যাক্রোঁকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, ‘আপনি পুতিনের সঙ্গে কতবার আলোচনা করেছেন এবং কী অর্জন করেছেন? আমরা অপরাধীদের সঙ্গে আলোচনা করি না। অপরাধীদের বিরুদ্ধে লড়াই করতে হবে। হিটলারের সঙ্গে কেউ আলোচনা করেনি। আপনি কি হিটলারের সঙ্গে, স্ট্যালিনের সঙ্গে, পল পটের সঙ্গে আলোচনা করবেন?’ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

ইউক্রেনে রাশিয়ার কর্মকাণ্ডের তদন্ত এবং মস্কোর ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান মাতেউস মোরাউইকি।

তিনি বলেন, রাশিয়া এবং দেশটির সেনার ইউক্রেন একটি রক্তাক্ত গণহত্যা চালিয়েছে। এর বিচার হওয়া উচিত। এজন্যই আমরা এই অপরাধের তদন্তের জন্য একটি আন্তর্জাতিক কমিশনের প্রস্তাব করছি।