এবার বেলজিয়ামের ১৯ রুশ কূটনীতিককে বহিষ্কার করলো ইইউ

বেলজিয়ামে থাকা ১৯ জন রুশ কূটনীতিককে বহিষ্কারের কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। কারণ হিসেবে ইইউ’র পররাষ্ট্রবিষয়ক প্রধান জোসেপ বোরেল ভিডিও বার্তায় বলেন, তারা কূটনৈতিক অবস্থার সঙ্গে পরিপন্থী কার্যকলাপে জড়িত। মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। 

জোসেপ বোরেল বলেন, ‘আমি ইইউ’তে রাশিয়ান ফেডারেশনের স্থায়ী মিশনের একাধিক কয়েকজন কর্মকর্তাকে কূটনৈতিক অবস্থার সঙ্গে পরিপন্থী কার্যকলাপে সম্পৃক্ত থাকায় এ পদক্ষেপ নিয়েছি’।

এই পদক্ষেপের ব্যাখা দিতে রুশ রাষ্ট্রদূতকে ইইউ'তে তলব করা হয়েছে বলেও উল্লেখ করেছেন পররাষ্ট্রপ্রধান জোসেপ বোরেল। এ বিষয়ে আর বিস্তারিত জানানি তিনি। 

একইদিন ইউরোপের আরও কয়েকটি দেশ গুপ্তচরবৃত্তি ও ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে রুশ কূটনীতিকদের বহিষ্কার করা হয়েছে। জার্মানি, ফ্রান্স, ইতালি ও ডেনমার্ক রাশিয়ার কূটনীতিকদের দেশত্যাগের নির্দেশ দিয়েছে। ফরাসি বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

মঙ্গলবার ডেনমার্ক জানায়, তারা কূটনৈতিক পরিচয়ে অবস্থান করা ১৫ জন রুশ গোয়েন্দা কর্মকর্তাকে বহিষ্কার করা হবে। তাদেরকে ডেনমার্ক ত্যাগের জন্য ১৪ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে।

একই দিনে ইতালি নিরাপত্তা উদ্বেগে ৩০ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে। পররাষ্ট্রমন্ত্রী লুইগি দি মাইয়ো এই তথ্য নিশ্চিত করেছেন। ইউক্রেনে রুশ অভিযানের শুরুর পর থেকে রুশ কূটনৈতিক বহিষ্কার অব্যাহত আছে ইউরোপের বিভিন্ন দেশে।