জেলেনস্কির অনুরোধে ইউক্রেনে সামরিক সহায়তা পাঠালো অস্ট্রেলিয়া

প্রেসিডেন্ট জেলেনস্কির অনুরোধে ইউক্রেনে তিনটি অত্যাধুনিক সামরিক যান পাঠিয়েছে অস্ট্রেলিয়া। ভারী সুরক্ষিত এই সামরিক যানগুলো যুদ্ধ অঞ্চলে সেনা এবং বেসামরিক নাগরিকদের পরিবহণে ব্যবহার করা হবে। ২০টি পাঠানোর কথা থাকলেও প্রাথম ধাপে তিনটি পাঠিয়েছে স্কট মরিসন সরকার।

গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ভাষণ দেন। ভার্চুয়ালি ভাষণে ইউক্রেনে সমর্থন অব্যাহত রাখায় অস্ট্রেলিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

aus ukraine 2

ইউক্রেনকে ১০ কোটি ৪২ লাখ মার্কিন ডলারের মানবিক ও সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে অস্ট্রেলীয় সরকার। ইউক্রেনে সামরিক অভিযানের জেরে রাশিয়ার একাধিক ব্যক্তি এবং তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি।

শুধু অস্ট্রেলিয়া নয়, ইউরোপের অনেক দেশ ইউক্রেনে সামরিক এবং ত্রাণ সহায়তা পাঠাচ্ছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি সবচেয়ে বেশি সামরিক সহায়তা দিচ্ছে জেলেনস্কির সরকারকে।

সূত্র: বিবিসি