কিয়েভে জনসন, জেলেনস্কির সঙ্গে বৈঠক

ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার দুই নেতার সাক্ষাতের বিষয়টি উভয় দেশের কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। রুশ অভিযানের পর এই প্রথম কোনও দেশের প্রধানমন্ত্রী কিয়েভ সফরে আসলেন। এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স।

ডাউনিং স্ট্রিটের মুখপাত্র জানিয়েছেন, 'জনসন ইউক্রেনীয় জনগণের প্রতি সংহতি প্রদর্শনের জন্য জেলেনস্কির সঙ্গে দেখা করেছেন। তারা ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের দীর্ঘমেয়াদি সহায়তা নিয়ে আলোচনা করবেন। এছাড়া ইউক্রেনের জন্য প্রধানমন্ত্রী বরিস জনসন আর্থিক এবং সামরিক সহায়তার নতুন একটি প্যাকেজ নির্ধারণ করবেন'।

ইউক্রেনে রুশ সামরিক অভিযান চলার মধ্যেই রাজধানী কিয়েভে সফর করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, তা আগে জানানো হয়নি।

শনিবার এক টুইট বার্তায় জনসন বলেন, যুক্তরাজ্যে ইউক্রেনে আরও প্রতিরক্ষামূলক সহায়তা পাঠাবে এবং পুতিনের ব্যর্থতা নিশ্চিতে রাশিয়ার অর্থনীতিকে লক্ষ্য করে জি-৭ অংশীদারদের সঙ্গে কাজ করে যাবে।