রাশিয়ার বিরুদ্ধে আকাশসীমা ভঙ্গের অভিযোগ তুরস্কের

রাশিয়ার বিরুদ্ধে আকাশসীমা ভঙ্গের অভিযোগ এনেছে তুরস্ক। এ ঘটনায় রাজধানী আংকারাতে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটি। শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক খবরে এ কথা জানা গেছে।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শুক্রবার রাশিয়ার এসইউ-৩৪ যুদ্ধ বিমান তুরস্কের আকাশসীমায় প্রবেশ করে। রুশ বিমানটি ইংরেজি ও রুশ ভাষায় করা সতর্কতা অগ্রাহ্য করে আকাশসীমা ভঙ্গ করে।

গত নভেম্বরে সিরিয়া সীমান্তে আকাশসীমা ভঙ্গের অভিযোগে রুশ যুদ্ধবিমানকে ভূপাতিত করার ঘটনায় আংকারা ও মস্কোর সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে। বিমান ভূপাতিত করার ঘটনায় রাশিয়া ও তুরস্কের প্রেসিডেন্ট বাগযুদ্ধে জড়িয়ে পড়েন।

গত সেপ্টেম্বরে সিরিয়ায় আসাদ সরকারের সমর্থনে আইএস ঘাঁটিতে বিমান হামলা শুরু করে রাশিয়া। তুরস্ক সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের ঘোর বিরোধী।

/এএ/