রাশিয়ার আল্টিমেটাম প্রত্যাখ্যান মারিউপোলের কর্মকর্তাদের

রাশিয়ার পক্ষ থেকে আত্মসমর্পণের যে আল্টিমেটাম দেওয়া হয়েছে সেটি প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন ইউক্রেনের মারিউপোল শহরের কর্মকর্তারা। রবিবার তারা বলেছেন, রাশিয়ার আল্টিমেটাম সত্ত্বেও ইউক্রেনের বাহিনী শহরের সুরক্ষা নিশ্চিত করা অব্যাহত রাখবে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবির প্রতিক্রিয়া জানিয়েছেন মারিউপোলের মেয়রের উপদেষ্টা পেট্রো আন্দ্রিউশচেঙ্কো। তিনি বলেছেন, (শনিবার) সন্ধ্যায় দখলদাররা ঘোষণা করেছে যে তারা অবশিষ্ট সেনাদের জন্য ‘একটি আত্মসমর্পণ করিডোর’ প্রদান করবে। কিন্তু এখন পর্যন্ত আমাদের ডিফেন্ডাররা তাদের ডিফেন্স ধরে রেখেছে।

বিবিসির খবরে বলা হয়েছে, শেষ পর্যন্ত রাশিয়া মারিউপোল শহরটি দখলে নিতে সমর্থ হলে সেটি হবে মনস্তাত্ত্বিকভাবে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। রাশিয়া তার নাগরিকদের ইউক্রেন যুদ্ধে একটি দৃশ্যমান বিজয় দেখাতে সমর্থ হবে।