ইউক্রেনকে ভারী কামান সরবরাহ করেছে কানাডা

ইউক্রেনকে ভারী কামান সরবরাহের কথা জানিয়েছে কানাডা। এই সপ্তাহের গোড়ার দিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এই সরবরাহ পাঠানো হয়েছে। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

কানাডার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনীয় বাহিনীকে বেশকিছু এম৭৭৭ হাউইৎজার এবং গোলাবারুদ সরবরাহ করা হয়েছে।

এর আগে এ মাসের গোড়ার দিকে ইউক্রেনে আগ্রাসনের ঘটনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার সঙ্গীদের জবাবদিহিতার আওতায় আনার অঙ্গীকার করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। টুইটারে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘ইউক্রেনে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের তদন্ত নিশ্চিত করতে কোনও ধরনের প্রচেষ্টা আমরা বাদ দেবো না। আমরা পুতিন এবং তার সমর্থকদের জবাবদিহিতার আওতায় আনতে পিছপা হবো না। আজ আমরা রাশিয়া ও বেলারুশের ওপর আরও জটিল নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছি।’