ইতালিতে একদিনে শনাক্ত ৭০ হাজার, মৃত্যু ১৪৩

ইতালিতে করোনাভাইরাসে গত চব্বিশ ঘণ্টায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৭০ হাজার ৫২০ জন। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। এই সময়ে মৃত্যু হয়েছে ১৪৩ জনের। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

শুক্রবার গত চব্বিশ ঘণ্টায় শনাক্ত হয়েছিলেন ৭৩ হাজার ২১২ জন এবং মৃত্যু হয়েছিল ২০২ জনের।

২০২০ সালের ফেব্রুয়ারিতে ইতালিতে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার পর এখন পর্যন্ত দেশটিতে ১ লাখ ৬২ হাজার ৬০৯ জনের মৃত্যু হয়েছে। ইউরোপে ব্রিটেনের পর এটি দ্বিতীয় সর্বোচ্চ এবং বিশ্বের মধ্যে অষ্টম সর্বোচ্চ। দেশটিতে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ১ কোটি ৬১ লাখ।  

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শনিবার হাসপাতালগুলোতে করোনা রোগীর সংখ্যা ছিল ৯ হাজার ৯১৪ জন। এতে ইনটেনসিভ কেয়ারে থাকা রোগীদের অন্তর্ভুক্ত করা হয়নি। আগের দিন এই সংখ্যা ছিল ১০ হাজার ৭৬ জন।

শনিবার ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি হয়েছেন ৪৩ জন নতুন রোগী। শুক্রবার এই সংখ্যা ছিল ৪৬। শনিবার পর্যন্ত ইনটেনসিভ কেয়ারে ভর্তি রোগীর সংখ্যা ৪০৯ জন।

গত চব্বিশ ঘণ্টায় ৪ লাখ ২১ হাজার ৫৩৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।