ইস্কান্দার-এম ক্ষেপণাস্ত্র লঞ্চার মোতায়েন করেছে রাশিয়া: ইউক্রেন

ইউক্রেনের সামরিক বাহিনীর দাবি, তাদের সীমান্তের ৬০ কিলোমিটারের মধ্যে শক্তিশালী ইস্কান্দার-এম ক্ষেপণাস্ত্র লঞ্চার মোতায়েন করেছে রাশিয়া। দেশটির বিমান বাহিনী দাবি করছে, বেলগোরোড অঞ্চলে অতিরিক্ত সেনা উপস্থিতিও বাড়িয়েছে মস্কো।

বিমান বাহিনী জানিয়েছে, ইউক্রেন সীমান্তের মাত্র ৬০ কিলোমিটারের মধ্যেই স্থাপন করা হয়েছে ইস্কান্দার-এম ক্ষেপণাস্ত্র লঞ্চার। তবে এ নিয়ে বিস্তারিত জানায়নি কিয়েভ।

ইস্কান্দার একটি মোবাইল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। ন্যাটোতে এসএস-২৬ স্টোন হিসেবে পরিচিত। এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানা যায় এবং পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম।

ইউক্রেন সরকার অভিযোগ করে আসছে, চলমান যুদ্ধে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আসছে রাশিয়া। এসব হামলা বেসামরিক স্থাপনাকে টার্গেট করছে রুশ বাহিনী। যদিও ইউক্রেনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়ে অস্বীকার করে আসছে মস্কো।

সূত্র: আল জাজিরা।