X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দিলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
১১ মে ২০২৫, ১৩:০৫আপডেট : ১১ মে ২০২৫, ১৩:০৫

অবশেষে তিন বছরের যুদ্ধের অবসান ঘটাতে ইউক্রেনের সঙ্গে প্রত্যক্ষ আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। রবিবার (১১ মে) ক্রেমলিন থেকে প্রকাশিত এক বিবৃতিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই প্রস্তাব দেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রস্তাব অনুযায়ী, আগামী ১৫ মে তুরস্কে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পুতিন বলেন, ইস্তানবুলে আলোচনার প্রধান উদ্দেশ্য হবে যুদ্ধের পেছনে আসল কারণ খুঁজে বের করে তার মূলোৎপাটন করা এবং ক্ষণস্থায়ী বিরতির বদলে দীর্ঘস্থায়ী, টেকসই শান্তি প্রতিষ্ঠা করা।

তিনি আরও বলেন, কোনও পূর্বশর্ত ছাড়াই প্রত্যক্ষ আলোচনায় বসার জন্য আমরা কিয়েভকে প্রস্তাব জানাচ্ছি। বল এখন আপনাদের কোর্টে। এখন দেখার বিষয় হচ্ছে, ইউক্রেনীয় কর্তৃপক্ষ ও তাদের পৃষ্ঠপোষকরা কী নিজেদের স্বার্থে কাজ করে নাকি দেশের স্বার্থে কাজ করে।

সম্ভাব্য বৈঠকের বিষয়ে দ্রুতই ইস্তাম্বুলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করবে মস্কো। সব ঠিকঠাক থাকলে, এই আলোচনা যুদ্ধবিরতির দিকেও গড়াতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন পুতিন।

রাশিয়ার প্রস্তাবের বিষয়ে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।

পুতিনের প্রস্তাবে বেজায় খুশি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেন, পুতিনের প্রস্তাব থেকে যুদ্ধের অবসান হওয়ার পথে ইতিবাচক ইঙ্গিত পাওয়া যায়। ইউক্রেন ও রাশিয়ার জন্য সেরা একটি দিন! ভেবে দেখুন, এই আলোচনা ফলপ্রসূ হলে কত মানুষের জীবন রক্ষা হবে!

এদিকে, প্রধান ইউরোপীয় শক্তিগুলো গতকাল এক বৈঠকের পর হুঁশিয়ারি দিয়ে বলে, পুতিনকে অবিলম্বে ৩০ দিনের যুদ্ধবিরতির জন্য সম্মত হতে হবে, নইলে রাশিয়ার ওপর নেমে আসবে নিষেধাজ্ঞার খড়্গ।

এসব আল্টিমেটামে বিরক্ত হয়ে পুতিন বলেছেন, এর আগেও একাধিক ক্ষণস্থায়ী বিরতিতে সম্মত হয়েছিলেন তিনি। তবে কোনওটিই সম্মান করা হয়নি। জ্বালানি খাতে হামলা না করা, ইস্টার সানডেতে হামলা বন্ধ রাখা এবং সর্বশেষ ৮ থেকে ১১ মে পর্যন্ত ৭২ ঘণ্টার অস্ত্রবিরতি কোনও কাজে আসেনি।

তিনি স্পষ্ট করে এর আগে বলেছিলেন, ক্ষণস্থায়ী বিরতিতে রাশিয়া আর আগ্রহী নয়। তারা চায় দীর্ঘস্থায়ী শান্তি।

উল্লেখ্য, গত কয়েকমাসে মস্কো ও কিয়েভের মধ্যে হামলা বিরতি বা কিছু স্থানে হামলা না চালানোর মতো সমঝোতা হয়েছিল। তবে এসব সমঝোতা না মেনে হামলা অব্যাহত রাখার জন্য দুই পক্ষই পাল্টাপাল্টি দোষারোপ করে এসেছে।

/এসকে/
সম্পর্কিত
ভারত-পাকিস্তান সংঘাতসীমান্তে গোলাবর্ষণের আতঙ্কে ফিরতে চান না বাস্তুচ্যুত গ্রামবাসী
অপারেশন সিঁদুরপাকিস্তানে শতাধিক জঙ্গি হত্যার দাবি ভারতের, রাফাল নিয়ে নীরব
কাশ্মীর বিরোধ সমাধানে কাজ করতে চান ট্রাম্প
সর্বশেষ খবর
এক্স-রে ও সিটিস্ক্যান করাতে ভোগান্তির শিকার রোগীরা
ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে ফিল্ম সংকটএক্স-রে ও সিটিস্ক্যান করাতে ভোগান্তির শিকার রোগীরা
সুন্দরবন দিয়ে পুশ-ইন করা ৭৪ জন বাংলাদেশি, ৪ জন ভারতীয় নাগরিক
সুন্দরবন দিয়ে পুশ-ইন করা ৭৪ জন বাংলাদেশি, ৪ জন ভারতীয় নাগরিক
পা দিয়ে লিখে বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান পেলেন সেই মানিক
পা দিয়ে লিখে বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান পেলেন সেই মানিক
‘জনগণের মতামত ছাড়া করিডোর-বন্দর চুক্তির সিদ্ধান্ত সরকার নিতে পারে না’
গণতান্ত্রিক অধিকার কমিটির প্রতিবাদ‘জনগণের মতামত ছাড়া করিডোর-বন্দর চুক্তির সিদ্ধান্ত সরকার নিতে পারে না’
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসছে ব্যাপক পরিবর্তন
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসছে ব্যাপক পরিবর্তন
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল