X
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
২৪ আষাঢ় ১৪৩২

ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দিলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
১১ মে ২০২৫, ১৩:০৫আপডেট : ১১ মে ২০২৫, ১৩:০৫

অবশেষে তিন বছরের যুদ্ধের অবসান ঘটাতে ইউক্রেনের সঙ্গে প্রত্যক্ষ আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। রবিবার (১১ মে) ক্রেমলিন থেকে প্রকাশিত এক বিবৃতিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই প্রস্তাব দেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রস্তাব অনুযায়ী, আগামী ১৫ মে তুরস্কে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পুতিন বলেন, ইস্তানবুলে আলোচনার প্রধান উদ্দেশ্য হবে যুদ্ধের পেছনে আসল কারণ খুঁজে বের করে তার মূলোৎপাটন করা এবং ক্ষণস্থায়ী বিরতির বদলে দীর্ঘস্থায়ী, টেকসই শান্তি প্রতিষ্ঠা করা।

তিনি আরও বলেন, কোনও পূর্বশর্ত ছাড়াই প্রত্যক্ষ আলোচনায় বসার জন্য আমরা কিয়েভকে প্রস্তাব জানাচ্ছি। বল এখন আপনাদের কোর্টে। এখন দেখার বিষয় হচ্ছে, ইউক্রেনীয় কর্তৃপক্ষ ও তাদের পৃষ্ঠপোষকরা কী নিজেদের স্বার্থে কাজ করে নাকি দেশের স্বার্থে কাজ করে।

সম্ভাব্য বৈঠকের বিষয়ে দ্রুতই ইস্তাম্বুলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করবে মস্কো। সব ঠিকঠাক থাকলে, এই আলোচনা যুদ্ধবিরতির দিকেও গড়াতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন পুতিন।

রাশিয়ার প্রস্তাবের বিষয়ে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।

পুতিনের প্রস্তাবে বেজায় খুশি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেন, পুতিনের প্রস্তাব থেকে যুদ্ধের অবসান হওয়ার পথে ইতিবাচক ইঙ্গিত পাওয়া যায়। ইউক্রেন ও রাশিয়ার জন্য সেরা একটি দিন! ভেবে দেখুন, এই আলোচনা ফলপ্রসূ হলে কত মানুষের জীবন রক্ষা হবে!

এদিকে, প্রধান ইউরোপীয় শক্তিগুলো গতকাল এক বৈঠকের পর হুঁশিয়ারি দিয়ে বলে, পুতিনকে অবিলম্বে ৩০ দিনের যুদ্ধবিরতির জন্য সম্মত হতে হবে, নইলে রাশিয়ার ওপর নেমে আসবে নিষেধাজ্ঞার খড়্গ।

এসব আল্টিমেটামে বিরক্ত হয়ে পুতিন বলেছেন, এর আগেও একাধিক ক্ষণস্থায়ী বিরতিতে সম্মত হয়েছিলেন তিনি। তবে কোনওটিই সম্মান করা হয়নি। জ্বালানি খাতে হামলা না করা, ইস্টার সানডেতে হামলা বন্ধ রাখা এবং সর্বশেষ ৮ থেকে ১১ মে পর্যন্ত ৭২ ঘণ্টার অস্ত্রবিরতি কোনও কাজে আসেনি।

তিনি স্পষ্ট করে এর আগে বলেছিলেন, ক্ষণস্থায়ী বিরতিতে রাশিয়া আর আগ্রহী নয়। তারা চায় দীর্ঘস্থায়ী শান্তি।

উল্লেখ্য, গত কয়েকমাসে মস্কো ও কিয়েভের মধ্যে হামলা বিরতি বা কিছু স্থানে হামলা না চালানোর মতো সমঝোতা হয়েছিল। তবে এসব সমঝোতা না মেনে হামলা অব্যাহত রাখার জন্য দুই পক্ষই পাল্টাপাল্টি দোষারোপ করে এসেছে।

/এসকে/
সম্পর্কিত
বন্যার কবলে কলকাতা ও পশ্চিমবঙ্গ: টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন
ইউক্রেনে আরও অস্ত্র পাঠাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে প্রস্তুত ইরান, ইসরায়েলের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
দিনভর বৃষ্টিতে নাকাল নগরবাসী
দিনভর বৃষ্টিতে নাকাল নগরবাসী
মোংলা-ঢাকা আন্তনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন
মোংলা-ঢাকা আন্তনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন
স্বাস্থ্য অধিদফতরের মূল ফটকে ইউনানি-আয়ুর্বেদিক শিক্ষার্থীদের বিক্ষোভ
স্বাস্থ্য অধিদফতরের মূল ফটকে ইউনানি-আয়ুর্বেদিক শিক্ষার্থীদের বিক্ষোভ
যুক্তরাষ্ট্রের ঘোষিত শুল্ক চূড়ান্ত নয়: অর্থ উপদেষ্টা
যুক্তরাষ্ট্রের ঘোষিত শুল্ক চূড়ান্ত নয়: অর্থ উপদেষ্টা
সর্বাধিক পঠিত
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
আপাতত আন্দোলন নয়, অধ্যাদেশ জারির পর সিদ্ধান্ত
আপাতত আন্দোলন নয়, অধ্যাদেশ জারির পর সিদ্ধান্ত
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের
৩ দাবিতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ
৩ দাবিতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ