ইউক্রেনে সামরিক যান পাঠানোর অনুমতি চাইলো জার্মান প্রতিষ্ঠান

ইউক্রেনে সামরিক যান পাঠানোর অনুমতি চেয়েছে জার্মান অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান রাইনমেটাল। ১০০টি পুরানো মার্ডার ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিক্যল রফতানির অনুমোদন চেয়েছে প্রতিষ্ঠানটি। জার্মান প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

এর আগে একই ধরনের খবর দিয়েছে জার্মান সংবাদপত্র ওয়েল্ট অ্যাম সোনট্যাগ।

রয়টার্সের খবরে বলা হয়েছে, রাইনমেটাল ইউক্রেনে যুদ্ধযান পাঠানোর চুক্তি করতে চাইলে জার্মানির জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদনের প্রয়োজন হবে। এই পরিষদের বৈঠক সাধারণত জার্মান চ্যান্সেলরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়ে থাকে।

এদিকে জার্মানির নিজের নিরাপত্তা ঝুঁকিতে না ফেলে অবশ্যই ইউক্রেনকে সহায়তা করা উচিত বলে মন্তব্য করেছেন জার্মান অর্থমন্ত্রী ক্রিস্টিয়ান লিন্ডার। তিনি বলেন, ‘রাশিয়ার বিরুদ্ধে জয়লাভের জন্য ইউক্রেনকে সহায়তায় বার্লিনকে তার ক্ষমতার সবটুকু ব্যবহার করতে হবে। তবে সেটি নিজের নিরাপত্তা এবং ন্যাটোর প্রতিরক্ষা সক্ষমতাকে বিপন্ন করে নয়।’