ইউক্রেনে বিমান বিধ্বংসী ট্যাংক পাঠানোর অনুমতি দেবে জার্মানি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে বিমান বিধ্বংসী ট্যাংক পাঠানোর অনুমতি দেবে জার্মানি। মঙ্গলবার জার্মান প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন ল্যামব্রেখট বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

ক্রিস্টিন ল্যামব্রেখট বলেন, ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে বার্লিনের এ সংক্রান্ত নীতিতে একটি স্পষ্ট পরিবর্তন দৃশ্যমান হবে। জার্মান প্রতিষ্ঠানগুলোকে দেশটিতে ট্যাংক সরবরাহের অনুমোদন দেওয়া হবে।

ইউএস রামস্টেইন এয়ারবেসে এক আন্তর্জাতিক বৈঠকে ক্রিস্টিন ল্যামব্রেচট বলেন, সরকার ব্যবহৃত গেপার্ড অ্যান্টি এয়ারক্রাফ্ট ট্যাংক সরবরাহে স্বাক্ষর করতে সম্মত হয়েছে।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর বিষয়ে দক্ষিণ-পশ্চিম জার্মানির বিমানঘাঁটিতে ৪০টি দেশের প্রতিনিধিরা জরুরি বৈঠকে মিলিত হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছেন, ইউক্রেনীয় বাহিনীর সক্ষমতা বাড়ানোর বিষয়ে মনোযোগী হওয়ার লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্যোগে এই বৈঠকটি আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।