কিয়েভে হামলার লক্ষ্য জাতিসংঘকে অপমান করা: জেলেনস্কি

জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সফরের মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলার কঠোর নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার সন্ধ্যায় রাশিয়া এই হামলা চালিয়েছে অভিযোগ করে তিনি বলেন, এই হামলার লক্ষ্য বিশ্ব সংস্থাটিকে অপমান করা।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আজ কিয়েভে আমাদের আলোচনা শেষ হওয়ার পরপরই রুশ ক্ষেপণাস্ত্র শহরে আছড়ে পড়ে। পাঁচটি রকেট। আর এতে... জাতিসংঘ এবং সংস্থাটির প্রতিনিধিত্ব করা সবকিছুকে অপমান করতে রুশ নেতৃত্বের পদক্ষেপের বহু কিছু বলা হয়ে গেছে।’

এ সপ্তাহে মস্কো সফরের পর বৃহস্পতিবার কিয়েভ সফর করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস। এই সফরের সময় কিয়েভের উপকণ্ঠে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ ঘটলে রাশিয়াকে দায়ী করে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। জানা গেছে বিস্ফোরণে একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

হামলার জন্য রাশিয়াকে দায়ী করে জেলেনস্কি বলেন, এই হামলার ‘একইরকমভাবে শক্ত জবাব’ দেওয়া প্রয়োজন।

সূত্র: এএফপি