ডনবাসে রুশ অর্জন ‘চড়া মূল্যে’ এসেছে: যুক্তরাজ্য

ইউক্রেনের ডনবাস অঞ্চলে রাশিয়ার অর্জনের জন্য তাদের বাহিনীকে চড়া মূল্য দিতে হয়েছে বলে দাবি করেছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সবশেষ গোয়েন্দা প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সময় সকাল ছয়টার কিছু পরে প্রকাশিত গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, ডনবাসের যুদ্ধ রাশিয়ার কৌশলগত লক্ষ্য হয়ে রয়েছে, তাদের ঘোষিত লক্ষ্য হচ্ছে ডোনেটস্ক এবং লুহানস্ক অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ সুরক্ষিত রাখা।

ব্রিটিশ বিবৃতিতে বলা হয়েছে, ‘এই অঞ্চলগুলোতে, বিশেষ করে লাইসিচানস্ক এবং সেভেরোডোনেটস্কের চারপাশে যুদ্ধ হয়েছে, ইজিয়াম থেকে দক্ষিণে স্লোভিয়ানস্কের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করা হয়েছে’।

‘শক্তিশালী ইউক্রেনীয় প্রতিরোধের কারণে, রাশিয়ার আঞ্চলিক অর্জন সীমিত হয়েছে এবং রুশ বাহিনীর চড়া মূল্যে তা অর্জিত হয়েছে’, বলা হয়েছে ওই বিবৃতিতে।

সূত্র: গার্ডিয়ান