রাশিয়া থেকে জ্বালানি আমদানি কমালো জার্মানি

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়া থেকে জ্বালানি আমদানি কমিয়েছে জার্মানি। রবিবার বার্লিন জানিয়েছে, রুশ জ্বালানির ওপর থেকে নির্ভরতা কমানোর প্রচেষ্টায় বেশ দ্রুত অগ্রগতি হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ফ্রান্স ২৪।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশটির নীতিতে কৌশলগত পরিবর্তন এসেছে।

জার্মান অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আগে যেখানে জার্মানির আমদানিকৃত তেলের ৩৫ শতাংশই আসতো রাশিয়া থেকে সেখানে এই হার এখন ১২ শতাংশ। রাশিয়া থেকে কয়লা আমদানির পরিমাণও উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা হয়েছে।

জার্মানি ২০২৪ সালের মাঝামাঝি নাগাদ রুশ গ্যাস থেকে বেরিয়ে আসতে পারবে বলে আশা করা হচ্ছে।