রুশ তেলে নিষেধাজ্ঞা নিয়ে অবস্থান স্পষ্ট করলো ইইউ

রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আনার পরিকল্পনা উন্মোচন করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন নিষেধাজ্ঞার ছয় দফার প্যাকেজের প্রস্তাব ইইউ’র পার্লামেন্টে তুলে ধরেন। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

আগস্ট মাসের মধ্যেই রাশিয়া থেকে পেট্রোলিয়াম আমদানি পুরোপুরি বন্ধ করতে তোড়জোড় চালাচ্ছে ইইউ কমিশন। নিয়ম মেনে সর্বসম্মতিক্রমে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা চাপানোর লক্ষ্যে বুধবার থেকে ইইউ রাষ্ট্রদূতরা আলোচনায় বসেছেন। ঐক্যমত অর্জিত হলে আগামী কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় ইইউ।

ইউরোপীয় পার্লামেন্টে প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন রাশিয়ার অর্থনীতি, সামরিক ও মিথ্যা প্রচারণাকে লক্ষ্য করে নিষেধাজ্ঞার ষষ্ঠ প্যাকেজের পরিকল্পনা ইউরোপীয় সংসদে তুলে ধরেন। তিনি বলেন, ‘ইউক্রেনেকে মানচিত্র থেকে মুছে ফেলতে চেয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু তিনি সফল হবে না। উল্টো তার নিজের দেশই ডুবে যাচ্ছে’।

ইউরোপীয় পার্লামেন্টে ভাষণে উরসুলা আগামী ছয় মাস অর্থ্যাৎ ২০২২ সালের মধ্যে রাশিয়া থেকে অপরিশোধিত তেল ও চলতি বছরের শেষ নাগাদ পরিশোধিত তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান সদস্য দেশগুলোর প্রতি।

তিনি বলেন, ‘রাশিয়ার ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টি করতেই এমন পরিকল্পনা নেওয়া হয়েছে। আমাদের অর্থনীতিকে ঠিক রেখেই এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আমাদের নিশ্চিত করতে হবে যে, সুশৃঙ্খল উপায়ে রুশ তেল বন্ধ করে দিতে পারবো’।

তবে রাশিয়া থেকে তেল আমাদানি বন্ধের কাজটি আপাতত ইউরোপের জন্য কঠিন হয়ে পড়বে মনে করেন তিনি। উল্লেখ্য, ইউরোপের অধিকাংশ দেশই রাশিয়ার তেলের ওপর নির্ভরশীল।