ইউক্রেনের হয়ে লড়ছে ইসরায়েলের ভাড়াটে যোদ্ধারা: জাখারোভা

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা অভিযোগ করেছেন, ইসরায়েলের ভাড়াটে যোদ্ধারা ইউক্রেনে আজভ বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছেন। এর প্রমাণও আছে মস্কোর কাছে। এই আজভ বাহিনীকে ‘ফ্যাসিবাদী’ ও ‘নাৎসিবাদী’ হিসেবে দেখে রাশিয়া।

বুধবার রুশ স্পুটনিক রেডিওকে সাক্ষাৎকারে জাখারোভা বলেন, আমি এমন কিছু বলবো যা ইসরায়েলের রাজনীতিবিদরা শুনতে চাইবেন না। ইউক্রেন আজভ জঙ্গিদের বাহিনীর সঙ্গে লড়াই করছে ইসরায়েলি ভাড়াটেরা। এর প্রমাণ হিসেবে তিনি ভিডিও দেখেছেন বলেও মন্তব্য করেন।

এর আগে ইসরায়েলের বিরুদ্ধে ইউক্রেনে ‘নব্য নাৎসিবাদকে’ সমর্থনের অভিযোগ করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। ‘এডলফ হিটলারের শরীরে ইহুদি রক্ত ছিল’- রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের এমন মন্তব্য ঘিরে চরম বিতর্ক সৃষ্টি হয়। পরে ল্যাভরভের ওই বক্তব্যের জন্য তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান ইসরায়েলের নেতারা। এরমধ্যে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাখারোভা ইউক্রেনে ইসরায়েলি ভাড়াটে যোদ্ধা নিয়ে অভিযোগ করলেন। তার মন্তব্যে ইউক্রেন ও তেল আবিব থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: নিউজউইক