ফিনল্যান্ডকে প্রশংসায় ভাসালেন জেলেনস্কি

পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানে শিগগিরই আবেদন করতে যাচ্ছে ফিনল্যান্ড। এমন প্রস্তুতিতে ফিনিশ প্রেসিডেন্টকে প্রশংসায় ভাসিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ন্যাটোতে যোগদানে আবেদনের প্রসঙ্গে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোর সঙ্গে ফোনালাপ করেন জেলেনস্কি। তখনই দেশটির প্রশংসা করেন তিনি। টুইট বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনকে ইউরোপে একীকরণ নিয়েও আমাদের মধ্যে আলোচনা হয়েছে’।

বৃহস্পতিবার যৌথ বিবৃতিতে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী ঘোষণা দেন, ‘বিলম্ব না করে’ পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়া উচিত। আগামী কয়েকদিনের মধ্যেই একটি সিদ্ধান্তে পৌঁছানোর আশা করছেন তারা। এমন সিদ্ধান্তে ফিনল্যান্ডকে সতর্কও করেছে ক্রেমলিন।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলার আগ পর্যন্ত রাশিয়া ইস্যুতে নিরপেক্ষ অবস্থানের নীতি বজায় রেখেছিল ফিনল্যান্ড। রাশিয়ার সঙ্গে দেশটির ১ হাজার ৩৪০ কিলোমিটার সীমান্ত রয়েছে।