ফিনল্যান্ডের যোগদানে ন্যাটো শক্তিশালী হবে: মহাসচিব

পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানে আগামী কয়েকদিনের মধ্যে আবেদন করতে যাচ্ছে ইউরোপের দেশ ফিনল্যান্ড। এই বিষয়ে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। তিনি বলেছেন, এতে করে ন্যাটো জোট শক্তিশালী হবে। 

স্টলটেনবার্গ বৃহস্পতিবার বিবৃতিতে জানিয়েছেন, ফিনল্যান্ড ন্যাটোতে যোগদানের সিদ্ধান্ত নিলে স্বাগত জানানো হবে। দেশটির যোগদানের প্রক্রিয়া হবে মসৃণ ও দ্রুত।

তিনি আরও বলেন, ফিনল্যান্ড ন্যাটোর খুব ঘনিষ্ঠ একটি গণতান্ত্রিক এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ এবং ইউরো-আটলান্টিক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশটি জোটের সদস্য হলে ন্যাটো ও খোদ ফিনল্যান্ডের নিরাপত্তা আরও শক্তিশালী হবে।

বৃহস্পতিবার ফিনিশ প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এক ঘোষণায় জানান, ‘বিলম্ব না করে’ পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়া উচিত ফিনল্যান্ডের। তবে এই সিদ্ধান্তের পর পাল্টা পদক্ষেপের হুমকি দিয়েছে রাশিয়া। 

ফিনল্যান্ডোর সঙ্গে রাশিয়ার ১ হাজার ৩০০ কিলোমিটারের দীর্ঘ সীমান্ত রয়েছে। রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর কারণে অনেকটা নিরাপত্তা সংকটে ভুগছে দেশটি। নিরাপত্তার কারণ দেখিয়ে জোটটিতে যুক্ত হতে চাইছে দেশটি। তবে রাশিয়া বলছে, ফিনল্যান্ড ও সুইডেন রুশ সীমান্তবর্তী দেশ। দেশ দুটির ন্যাটোতে যোগ দেওয়া মানে রাশিয়ার জন্য নিরাপত্তা হুমকি।

সূত্র:  আনাদোলু এজেন্সি