ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে রুশ সেনার বিচার শুরু

ইউক্রেন যুদ্ধের আড়াই মাস অতিবাহিত হয়েছে। দেশটিতে যুদ্ধাপরাধের অভিযোগে এই প্রথম কোনও রুশ বন্দির বিচারকাজ শুরু করেছে কিয়েভ। 

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় গ্রাম চুপাখিভকায় গাড়ির জানালা দিয়ে ৬২ বছর বয়সী এক নিরস্ত্র ইউক্রেনীয়কে হত্যার অভিযোগ আনা হয়েছে রুশ সার্জেন্ট ভাদিম শিসিমারিনের বিরুদ্ধে। ইউক্রনে হামলার প্রথম সপ্তাহেই হত্যাকাণ্ডের শিকার হন ওই প্রবীণ নাগরিক।

পরবর্তীতে ২১ বছর বয়সী ওই রুশ যোদ্ধাকে আটক করে ইউক্রেনীয় সেনারা। তিনি ট্যাংক ইউনিটের দায়িত্বে ছিলেন। এ অবস্থায় শুক্রবার ভাদিমকে বিচারের মুখোমুখি হয়েছেন। তাকে আদালতে তোলা হলে সাংবাদিকদের ভিড় লক্ষ্য করা যায়। 

যুদ্ধের আইন ও রীতিনীতি সংক্রান্ত ইউক্রেনের ফৌজদারি অপরাধের শাস্তির ধারা অনুযায়ী তিনি যাবজ্জীবন সাজা পেতে পারেন।

সূত্র: আল জাজিরা।