ইউক্রেন যুদ্ধের দায় রাশিয়ার: জার্মান পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়ার নজিরবিহীন হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের অনেক জায়গা। ক্ষয়ক্ষতির পরিমাণ এতটাই যে পুনর্গঠনে প্রয়োজন কাড়ি কাড়ি অর্থের। এমন পরিস্থিতিতে জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক মন্তব্য করেন, ইউক্রেন যুদ্ধ যে ক্ষয়ক্ষতি হয়েছে তার পুরোটা দায় রাশিয়াকেই নিতে হবে।

শনিবার জি-৭ এর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে শেষে তিনি এ কথা বলেন। উপস্থিত সাংবাদিকদের আনালেনা বেয়ারবক বলেন, এই যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির দায় রাশিয়াকে বহন করতে হবে। এত কিছুর জন্য রাশিয়া দায়ী।

ইউক্রেনে রাশিয়ার অভিযানকে প্রথম থেকেই অবৈধ বলে আসছে পশ্চিমা দেশগুলো। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একে বিশেষ অভিযান বলছেন। হামলার জেরে প্রেসিডেন্ট পুতিন, তার দুই কন্যা, রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠান, ধনকুবেরসহ অনেক খাতে নিষেধাজ্ঞা  দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জাপান ও আরও অনেক দেশ।

সূত্র: সিএনএন