ডনবাসেও রুশ আক্রমণ পরিকল্পনা মতো এগোচ্ছে না: ন্যাটো

পশ্চিমাদের সামরিক ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ব্যর্থ হচ্ছে এবং ডনবাস অঞ্চলে রুশ সেনাদের অগ্রগতি থেমে গেছে। রবিবার ভিডিও লিঙ্কে সাংবাদিকদের এসব বলেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

জেন্স স্টোলটেনবার্গ বলেন, মস্কো যেভাবে পরিকল্পনা করেছিল সেভাবে এগোচ্ছে না ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ। তারা কিয়েভ দখলে ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, খারকিভে রুশ সেনারা পিছু হটছে এবং ডনবাসে তাদের বড় ধরনের আক্রমণ থমকে আছে।

ন্যাটো মহাসচিব জানান, মাদ্রিদে অনুষ্ঠিতব্য জোটের সম্মেলনে ইউরোপের নতুন পরিস্থিতির প্রতিক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। মিত্ররা শত কোটি ডলার ইউক্রেনকে সহযোগিতায় প্রতিশ্রুতি দিয়েছে। ইউক্রেনীয় সেনাদের দেওয়া ন্যাটোর প্রশিক্ষণ যুদ্ধক্ষেত্রে প্রতিদিন পার্থক্য গড়ে দিচ্ছে।

সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটো জোটে যোগদানের বিষয়ে তিনি বলেন, তারা যদি জোটের সদস্য হওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে দেখতে পাবে আমাদের দরজা খোলা এবং আগ্রাসন সফল হয় না।

তিনি বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চান ইউক্রেন পরাজিত হোক এবং ইউরোপ ও উত্তর আমেরিকা বিভক্ত হোক। কিন্তু তারা ঐক্যবদ্ধ এবং ইউক্রেন এই যুদ্ধে জয়ী হতে পারে।