ইউক্রেনের জন্য ৪০ বিলিয়ন ডলারের সহায়তা অনুমোদন মার্কিন সিনেটের

ইউক্রেনের জন্য ৪০ বিলিয়ন ডলারের একটি সহায়তা প্যাকেজ অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। রুশ আগ্রাসন মোকাবিলায় সামরিক ও অর্থনৈতিক সহায়তা হিসেবে এই প্যাকেজটির অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের সদস্যরা প্যাকেজটির পক্ষে রায় দিয়েছেন।

ডেমোক্র্যাটিক পার্টির সব সিনেটর এবং রিপাবলিকান পার্টির ১১ জন ছাড়া অন্যরা সবাই সহায়তা প্যাকেজটিতে সমর্থন দেন।

এদিকে আগামীতে ইউক্রেনে অস্ত্র সরবরাহ আরও বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্রের মিত্র ফ্রান্স। এক ফোনালাপে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে এমন প্রতিশ্রুতি দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।