আজভস্টলের শীর্ষ ইউক্রেনীয় কমান্ডাররা আত্মসমর্পণ করেননি: রুশপন্থী বিদ্রোহী

ইউক্রেনের মারিউপোলে আজভস্টল স্টিল কারখানায় অবস্থান নেওয়া শীর্ষ কমান্ডাররা আত্মসমর্পণ করেননি বলে দাবি করেছেন রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী অঞ্চল ডনেস্ক প্রধান। বুধবার তিনি এই দাবি করেন।

সোমবার থেকে কারখানায় অবস্থান নেওয়া ইউক্রেনীয় সেনারা রাশিয়ার কাছে আত্মসমর্পণ শুরু করে। তাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে আজভস্টলে রাশিয়ার অবরোধের ইতি ঘটে এবং মারিউপোল জয়ের ঘোষণা দিয়েছে রাশিয়া।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার ইউক্রেনের আরও ৬৯৪ জন যোদ্ধা আত্মসমর্পণ করেছে। এদের মধ্যে আজভ রেজিমেন্টের সদস্য ও ২৯ জন আহত যোদ্ধা রয়েছে।

তবে এই যোদ্ধাদের শীর্ষ কমান্ডার কারখানা ত্যাগ করেছেন নাকি রুশ বাহিনীর বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করবেন তা অস্পষ্ট।

রুশপন্থী ডনেস্ক প্রধান ডেনিস পুশিলিন বলেন, আত্মসমর্পণকারীদের মধ্যে শীর্ষ পর্যায়ের কোনও কমান্ডার নেই। তারা কারখানা ত্যাগ করেনি।

তিনি জানান, রুশ সেনাদের সঙ্গে মিলে মারিউপোল তারা নিয়ন্ত্রণ করছেন।