মার্কিন হাউইটজার ধ্বংসের দাবি রাশিয়ার

যুক্তরাষ্ট্রের তৈরি এম৭৭৭ হাউইটজারের একটি ইউক্রেনীয় ইউনিট ধ্বংসের দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে এমন দাবি করা হয়েছে। রাশিয়ান সংবাদমাধ্যম আরআইএ নভোস্তির বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আল জাজিরার খবরে অবশ্য বলা হয়েছে, তাদের পক্ষে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এ সংক্রান্ত দাবি স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এ মাসের গোড়ার দিকে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন ঘোষণা দেয়, ইউক্রেনকে যে ৯০টি স্বচালিত হাউইটজার কামান ব্যবস্থা সরবরাহের কথা ছিল তার বেশিরভাগই দেশটির হাতে পৌঁছেছে। এই কামান ব্যবস্থা পরিচালনার বিষয়ে ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ দেওয়ার কথাও জানায় বাইডেন প্রশাসন। এর মধ্যেই মার্কিন হাউইটজারের ইউক্রেনীয় ইউনিট ধ্বংসের দাবি করলো মস্কো।