যুদ্ধাপরাধের দায়ে ইউক্রেনে রুশ সেনার যাবজ্জীবন

যুদ্ধাপরাধের দায়ে রাশিয়ার একজন সেনাসদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ইউক্রেনের একটি আদালত। তার বিরুদ্ধে ৬২ বছরের একজন বেসামরিক নাগরিককে হত্যার অভিযোগ আনা হয়েছে। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

দণ্ডপ্রাপ্ত ওই রুশ সেনার নাম ভাদিম সিসিমারিন (২১)। তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের আরও অভিযোগের তদন্ত চলছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে রাশিয়ার পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

বিবিসি জানিয়েছে, সোমবারের রায়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো রাশিয়ার কোনও সেনাসদস্যকে সাজা দিলো ইউক্রেনের আদালত।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর চার দিনের মাথায় ২৮ ফেব্রুয়ারি দেশটির একটি গ্রামে হত্যাকাণ্ডের শিকার হন ওই বৃদ্ধ। তাকে হত্যার দায় স্বীকার করলেও ভাদিম সিসিমারিনের দাবি, সেদিন আদিষ্ট  হয়ে তাকে গুলিবর্ষণ করতে হয়েছিল।

ইউক্রেনের দাবি, দেশটিতে এ পর্যন্ত ১১ হাজারের বেশি যুদ্ধাপরাধের ঘটনা ঘটিয়েছে রুশ বাহিনী। তবে এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে মস্কো। পুতিন প্রশাসনের দাবি, বেসামরিক নাগরিকদের তারা লক্ষ্যবস্তুতে পরিণত করছে না। এমন দাবি, পাল্টা দাবির মধ্যেই রুশ সেনাদের যুদ্ধাপরাধের বিচারে কিয়েভে আদালত বসানোর ঘোষণা দেয় জেলেনস্কি প্রশাসন। সেই আদালতেই সোমবার প্রথমবারের মতো একজনকে সাজা দেওয়া হলো।

এদিকে ‘ইউক্রেনে বর্বরতার’ জন্য রাশিয়াকে ‘দীর্ঘমেয়াদে মূল্য দিতে হবে’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি মূলত ইউক্রেনে আগ্রাসনকে কেন্দ্র করে মস্কোর ওপর পশ্চিমা দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞার নেতিবাচক প্রভাবের প্রতি ইঙ্গিত করেছেন।