পুতিনের অর্জন শূন্য: পেন্টাগন

ইউক্রেনের পূর্বাঞ্চলে তীব্র লড়াই সত্ত্বেও দেশটিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অর্জন শূন্য। এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের মুখপাত্র জন কিরবি। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

জন কিরবি বলেন, ইউক্রেনে পুতিনের যেসব উদ্দেশ্য ছিল সেখানে তার অর্জন ‘ঠিক শূন্য’।

তিনি বলেন, ‘আমাদের মূল্যায়ন হলো, ডনবাসে রাশিয়ার ক্রমবর্ধমান কিছু অর্জন অব্যাহত রয়েছে। তবে সেটি খুব বড় মাপের কিছু নয়। ইউক্রেনীয়দের জোরালো প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে তাদের।’

পেন্টাগনের মুখপাত্র বলেন, ‘আমরা প্রায় ১০০ দিন পার করেছি এবং কৌশলগত লক্ষ্যগুলোতে পুতিনের অর্জন আসলে শূন্য।’

এদিকে ইউক্রেন যুদ্ধে অংশগ্রহণে অস্বীকৃতি জানানোয় ন্যাশনাল গার্ডের ১১৫ সেনাকে বরখাস্ত করেছে রাশিয়া। এই ঘটনায় রুশ নিরাপত্তা বাহিনীর মতবিরোধের বিষয়টি সামনে এসেছে। ঘটনার তদন্তে দেখা গেছে, সেনারা ইচ্ছাকৃতভাবে অফিসিয়াল দায়িত্ব পালনে অস্বীকৃতি জানিয়েছে। এ নিয়ে সামরিক গোপনীয়তা রক্ষায় কিছুটা আড়ালে শুনানি অনুষ্ঠিত হয়েছে। সামরিক আদালত জানিয়েছে, প্রয়োজনীয় নথিপত্র পরীক্ষার পাশাপাশি ন্যাশনাল গার্ডের কর্মকর্তাদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।