পুতিনকে হিটলারের সঙ্গে তুলনা করলেন পোল্যান্ডের প্রেসিডেন্ট

ফ্রান্স ও জার্মানির নেতার সমালোচনা করেছেন পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুডা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দুই দেশের নেতার ফোনালাপের কারণে তিনি এই সমালোচনা করেন। তিনি বলেছেন, পুতিনের সঙ্গে ফোনালাপ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলারের সঙ্গে আলোচনার মতো। জার্মান সংবাদমাধ্যম বিল্ডকে উদ্ধৃত করে রয়টার্স এখবর জানিয়েছে।

ইউক্রেনে রুশ আক্রমণের পর জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎস ও ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ফোনালাপ করেছেন পুতিনের সঙ্গে।

সম্প্রতি ম্যাক্রোঁ বলেছেন, প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে আগ্রাসন চালিয়ে ‘ঐতিহাসিক এবং মৌলিক’ ভুল করলেও রাশিয়াকে অপমান করা উচিত নয়। তার বক্তব্যের সমালোচনা করেছে ইউক্রেনসহ কয়েকটি ইউরোপীয় দেশ।

বিল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে ডুডা বলেছেন, এমন আলোচনা অবৈধ ইউক্রেন যুদ্ধকে বৈধতা দেয়।

ডুডা বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলারের সঙ্গে কেউ কি এভাবে কথা বলেছিল? কেউ কি বলেছিল অ্যাডলফ হিটলারকে তার মুখ রক্ষা করতে হবে? আমাদের কি এমন পন্থা অবলম্বন করতে হবে না যা অ্যাডলফ হিটলারকে অপমান করা হয়? এমন কোনও কথা আমি শুনিনি।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পুতিনের নির্দেশে বিশেষ সামরিক অভিযানে নেমেছে রুশ বাহিনী। এই অভিযানকে অবৈধ অ্যাখা দিয়ে পুতিনসহ ঘনিষ্ঠজনদের ওপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদেশগুলো।