পোল্যান্ডে ন্যাটোর অবস্থান নিয়ে রাশিয়ার হুমকি

পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর সামরিক সেনা ও সরঞ্জাম মোতায়েন নিয়ে পাল্টা পদক্ষেপের হুমকি দিয়েছে রাশিয়া। শনিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পোল্যান্ডে ন্যাটোর সামরিক অবকাঠামো গড়ে তোলার সমানুপাতে পাল্টা পদক্ষেপ নেবে মস্কো। এক রুশ কূটনীতিকের বরাতে ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা এখবর জানিয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপের সঙ্গে রাশিয়ার সম্পর্ক বিষয়ক প্রধান ওলেগ টিয়াপকিন বলেন, সব সময়ের মতো পাল্টা পদক্ষেপ হবে সমানুপাতিক ও উপযুক্ত। এই পাল্টা পদক্ষেপের লক্ষ্য হবে রাশিয়ার সম্ভাব্য নিরাপত্তা হুমকিকে অকেজো করে দেওয়া।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আক্রমণের আগেই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের কাছে নিজেদের নিরাপত্তা নিশ্চয়তার দাবি তুলে ধরে রাশিয়া। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল, পূর্ব ইউরোপে ন্যাটোর সম্প্রসারণ ও সামরিক মোতায়েন বন্ধের নিশ্চিয়তা। কিন্তু পশ্চিমারা এই দাবিগুলো প্রত্যাখ্যান করেছে।

ইউক্রেনে রুশ আগ্রাসনের পর পূর্ব ইউরোপীয় দেশ ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোতে যোগদানের আবেদন করেছে। ফলে যে আশঙ্কা থেকে রাশিয়া ইউক্রেনে আগ্রাসণ চালিয়েছে তা বাস্তবে রূপ নিতে যাচ্ছে। পশ্চিমা বিশ্লেষকরা বলছেন, রাশিয়াই সুইডেন ও ফিনল্যান্ডকে ন্যাটোতে যোগদানের পথে ধাবিত করেছে।

সূত্র: রয়টার্স