ফের রাশিয়ার সঙ্গে বসতে চায় ইউক্রেন

যুদ্ধ বন্ধে করণীয় নিয়ে আগামী আগস্টের শেষ নাগাদ রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় বসার পরিকল্পনা করছে ইউক্রেন। রুশ বাহিনী যখন ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলীয় সীমান্ত এলাকাগুলোয় হামলা তীব্র থেকে তীব্রতর করেছে, এমন সময় নতুন করে আলোচনার বিষয়টি সামনে এলো। শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

কিয়েভের প্রধান আলোচক ডেভিড আরাখামিয়া মার্কিন সম্প্রচারমাধ্যম ভয়েস অব আমেরিকার সঙ্গে সাক্ষাৎকারে বলেন, ইউক্রেন আলোচনার জন্য আরও সুবিধাজনক অবস্থানে থাকবে।  তবে এ বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

যুদ্ধ শুরুর দিকে দুই দেশের শীর্ষপর্যায়ের প্রতিনিধিদের মধ্যে বেলারুশ-তুরস্কে একাধিকবার শান্তি আলোচনা হলেও কোনও ফলাফল আসেনি। এরপর থেকেই দীর্ঘদিন আলোচনা বন্ধ রয়েছে। এর মধ্যেই ইউক্রেনের ডনবাসের লুহানস্ক ও ডনেস্কে ব্যাপকভাবে হামলা চালাচ্ছে রুশ বাহিনী। এতে অঞ্চলটিতে চরম পরিস্থিতি দেখা দিয়েছে। কিয়েভের দাবি, মস্কোর ভয়াবহ হামলার কারণে ধ্বংসস্তূপে পরিণত সেভেরোডনেস্ক শহর।