‘বসনিয়া ও হার্জেগোভিনায় নতুন সংঘাতের সুযোগ দেবে না তুরস্ক’

বসনিয়া ও হার্জেগোভিনায় নতুন করে কোনও সংঘাতের সুযোগ দেবে না তুরস্ক। শনিবার এমন মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

মেভলুত কাভুসোগলু বলেন, বসনিয়া ও হার্জেগোভিনা এই অঞ্চলের স্থিতিশীলতায় মুখ্য ভূমিকা পালন করে। এখানে নতুন সংঘাতের অনুমতি দেবে না আঙ্কারা।

এদিন বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারাজেভোতে বসনিয়ার প্রধানমন্ত্রী জেসমিনা তুর্কোভিচের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।

মেভলুত কাভুসোগলু বলেন, ‘বসনিয়া ও হার্জেগোভিনা আঞ্চলিক স্থিতিশীলতার দিক থেকে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। তাই আমরা এখানে নতুন করে কোনও সংঘাতের সুযোগ দিতে পারি না। এ ব্যাপারে সবাইকে দায়িত্বশীল কাজ করতে হবে।’