ইউক্রেনের জ্বালানি ডিপোতে হামলার দাবি রাশিয়ার

ইউক্রেনের তেল শোধানাগার ও জ্বালানি ডিপোতে উচ্চ ক্ষমতাসম্পন্ন সমরাস্ত্র ব্যবহার করে হামলার দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

পূর্ব ডনবাস অঞ্চলের ক্রেমেনচুক ও লিসিচানেস্ক ইউক্রেনের প্রযুক্তিগত সুবিধাগুলোতেও আঘাত হেনেছে রুশ বাহিনী। ডনবাসের ডনেস্কে ইউক্রেনের এম৭৭৭ মডলের একটি হাউইটজারে ১৫৫ মিলিমিটারের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। লুহানস্কেও নতুন করে ইউক্রেনের বেশ কিছু অস্ত্র ধ্বংসের দাবি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। যদিও মস্কোর এমন দাবির সত্যতা নিশ্চিত করেনি কিয়েভ।

এদিকে সম্প্রতি ইউক্রেনকে ১০০ কোটি মার্কিন ডলারের সামরিক প্যাকেজের সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার ধ্বংসাত্মক হামলা প্রতিরোধে ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া অব্যাহত রেখেছে পশ্চিমা দেশগুলো। তবে আরও আধুনিক অস্ত্র পাঠানোর আহ্বান জানিয়ে আসছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি।

রাশিয়ার হামলায় ইউক্রেনে এ পর্যন্ত কয়েক হাজার বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। বাধ্য হয়েছে এখন পর্যন্ত প্রতিবেশি দেশগুলোতে প্রায় ৬৫ লাখ মানুষ আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।