প্রধানমন্ত্রীর পদত্যাগের প্রস্তাব ম্যাক্রোঁর প্রত্যাখ্যান

নিজের নিয়োগ করা প্রধানমন্ত্রীর পদত্যাগের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেছেন, এর পরিবর্তে সরকারকে অবশ্যই ‘সক্রিয় থাকতে এবং কাজ চালিয়ে যেতে হবে’। গত রবিবারের নির্বাচনে ম্যাক্রোঁর জোট সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর অনেকেই প্রধানমন্ত্রী এলিজাবেথ ব্রোনের সমালোচনা শুরু করেন।

নির্বাচনের ফলাফল সামনে আসার পর প্রধানমন্ত্রী এলিজাবেথ ব্রোনের ভবিষ্যত ঝুঁকিতে পড়ে। এই ফলাফলের কারণে প্রেসিডেন্টকে প্রতিদ্বন্দ্বি দলগুলোর সমর্থন খুঁজতে হচ্ছে। মঙ্গলবার বিরোধী দলগুলোর সঙ্গে বিরল বৈঠকে বসার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

তবে ল্যা পেনের ডানপন্থী কিংবা জেন-লিউক মেলেনকোনের বাম জোটের কেউই ম্যাক্রোঁর মধ্যপন্থী সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেননি।

এলিসি প্রাসাদ জানিয়েছে প্রধানমন্ত্রী এলিজাবেথ ব্রোন মঙ্গলবার সকালে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে পদত্যাগের প্রস্তাব দেন। তবে প্রেসিডেন্ট তা গ্রহণ করেননি। এলিসি প্রাসাদ জানিয়েছে, প্রেসিডেন্ট গঠনমূলক সমাধানের পথে হাঁটবেন।

প্রথা অনুযায়ী পার্লামেন্ট নির্বাচনের পর ফ্রান্সের প্রধানমন্ত্রী পদত্যাগের প্রস্তাব দেন। প্রায় ক্ষেত্রে প্রেসিডেন্ট একই ব্যক্তিকে ফের ওই পদে নিয়োগ দেন, যাতে করে তিনি নতুন সরকার গঠনের কাজ শুরু করতে পারেন।

তবে এইবার প্রেক্ষাপট আলাদা। প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এবার প্রধানমন্ত্রী এলিজাবেথ ব্রোনকে পদত্যাগ ছাড়াই একই মন্ত্রিসভা নিয়ে দায়িত্ব সামলাতে বলেছেন।

সূত্র: বিবিসি