পূর্ব ইউক্রেনে অগ্রগতি ধরে রাখতে পারবে না রাশিয়া: বরিস জনসন

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, পূর্ব ইউক্রেনে সামরিক অভিযানে ব্যাপক সেনা হতাহত ও সরঞ্জাম হারাচ্ছে রাশিয়া। এর ফলে সেখানে আরও এগিয়ে যেতে ক্রেমলিনের প্রচেষ্টা মুখ থুবড়ে পড়তে পারে। বুধবার একটি জার্মান সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন।

ব্রিটেনের গোয়েন্দা সংস্থার তথ্য উদ্ধৃত করে চলমান সংঘাতে রাশিয়ার অবস্থান সম্পর্কে তথ্য তুলে ধরেছেন জনসন। সম্প্রতি পূর্বাঞ্চলে রাশিয়া কিছু সামরিক সাফল্য পেলেও তিনি বলছেন মস্কো এগুলো ধরে রাখতে পারবে না।

জনসন বলেন, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো মনে করে আগামী কয়েক মাসের মধ্যে রাশিয়া এমন পর্যায়ে পৌঁছে যাবে যেখান থেকে তাদের আর সামনে এগিয়ে যাওয়া সম্ভব হবে না। কারণ তারা তাদের সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার করে ফেলবে”

এই মাসের শুরুতে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের পর্যালোচনায় জানিয়েছিল, রাশিয়া রণক্ষেত্রে এগোচ্ছে। তারা লুহানস্ক অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। তবে এই অগ্রগতি ধরে রাখতে রাশিয়াকে বিপুল সংখ্যক মানবশক্তি ও সরঞ্জাম মোতায়েন জারি রাখতে হবে।

চলমান সংঘাতে ইউক্রেন ও দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সোচ্চার সমর্থকদের একজন বরিস জনসন। গত সপ্তাহে তিনি কিয়েভ সফর করেছেন। তিনি জানিয়েছেন, জি-৭ সম্মেলনে ইউক্রেনকে সামরিক সহযোগিতা অব্যাহত রাখার জন্য চাপ জারি রাখবেন।

জনসন বলেন, ইউক্রেন যদি পাল্টা হামলা চালানোর মতো অবস্থায় থাকে, তাহলে সেটিকে সমর্থন করা উচিত। তারা যেসব সরঞ্জাম দাবি করছে সেগুলো সরবরাহ করা উচিত।

সূত্র: নিউজউইক