রাশিয়াকে জিততে দেওয়া উচিত হবে না: ম্যাক্রোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়া জয়লাভ করতে পারবে না আর তাদের জয়লাভ করতে দেওয়া উচিত হবে না। মঙ্গলবার জার্মানিতে অনুষ্ঠিত হওয়া শিল্পোন্নত সাত দেশের জোট জি৭ গ্রুপের সম্মেলনের সমাপনী ভাষণে তিনি একথা বলেন।

ফরাসি প্রেসিডেন্ট বলেন, যতক্ষণ প্রয়োজন পড়বে, ততক্ষণ ইউক্রেনকে সমর্থন এবং রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখবে জি৭ গ্রুপ।

এর আগে এ মাসের শুরুতে ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আগ্রাসন চালিয়ে ‘ঐতিহাসিক এবং মৌলিক’ ভুল করলেও রাশিয়াকে অপমান করা উচিত নয়। তার এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানায় কিয়েভ। ম্যাক্রোঁ’র বক্তব্যের প্রতিক্রিয়ায় ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা বলেন, রাশিয়াকে তার অবস্থানেই রাখা উচিত।

টুইট বার্তায় দিমিত্রি কুলেবা বলেন, এই ধরনের প্রস্তাব কেবল ফ্রান্সকেই অপমান করবে’ এবং অন্যরাও একই দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পুতিনের নির্দেশে বিশেষ সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এই অভিযানকে অবৈধ অ্যাখা দিয়ে পুতিনসহ ঘনিষ্ঠজনদের ওপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদেশগুলো। যুদ্ধ বন্ধে রাশিয়া-ইউক্রেনের প্রেসিডেন্টের আলোচনার সুযোগ তৈরি করতে চেষ্টা চালান ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। তবে রাশিয়াকে অপমান করা উচিত নয়, এমন মন্তব্য করে তোপের মুখে পড়েন তিনি।

সূত্র: এপি