বেলারুশের সম্ভাব্য হামলা প্রতিহতের প্রস্তুতি লভিভের

বেলারুশের সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে পশ্চিম ইউক্রেনের লভিভ। বেলারুশ থেকে আক্রমণের প্রস্তুতি হিসেবে সামরিক ও বেসামরিক কর্তৃপক্ষের সঙ্গে জরুরি বৈঠকও ডেকেছেন লভিভের মেয়র আন্দ্রে সোদোভে। শনিবার (২ জুলাই) প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউজউইক।

তিনি বলেন, 'পরিস্থিতি নিয়ে আমরা প্রতিরক্ষা পরিকল্পনা, শহরের নিয়ন্ত্রণে থাকা বাহিনী সম্পর্কে কথা বলেছি। এখন পরিস্থিতি বদলাচ্ছে, সেজন্য আমাদের প্রতিরক্ষা কৌশলগুলো পরিবর্তনের প্রয়োজন'। 

লভিভের মেয়র আন্দ্রে আরও বলেন, 'শহরের প্রতিটি জেলায় একটি প্রতিরক্ষা সদর দফতর স্থাপন করা হবে, এবং আঞ্চলিক প্রতিরক্ষার স্বেচ্ছাসেবক সদস্যদের অতিরিক্ত প্রশিক্ষণ দেওয়া হবে'। মস্কো অথবা মিনস্কের যেকোনও আগ্রাসনের বিরুদ্ধে স্থানীয়রা রুখে দাঁড়াবে বলে বিশ্বাস করেন তিনি। 

ইউক্রেন যুদ্ধ শুরুর পর লভিভে কয়েকবার শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে বেশ কয়েকজন নিহতও হয়েছেন।

এদিকে ইউক্রেন থেকে বেলারুশে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট আলেক্সেন্ডার লুকাশেঙ্কো। শত্রুপক্ষের যেকোনও হামলার জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন তিনি।