আগাম নির্বাচনের দাবি প্রত্যাখ্যান জনসনের

বিরোধী দল লেবার পার্টির আগাম নির্বাচনের দাবি প্রত্যাখ্যান করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বেশ কয়েকজন মন্ত্রীর দায়িত্ব ছাড়ার পর পদত্যাগের চাপ বাড়লেও বুধবার তিনি আগাম নির্বাচনের সম্ভাবনা খারিজ করে দিয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

ব্রিটিশ এমপিদের একটি কমিটিকে জনসন বলেন, আমি মনে করি না দেশের কেউ চায় না রাজনীতিকরা এখন একটি নির্বাচনে জড়িয়ে পড়ুন।

তিনি আরও বলেন, আমার মনে হয় আমাদের উচিত ভোটারদের সেবাদানে মনোযোগী হওয়া। তাদের প্রয়োজনীয় ইস্যুগুলো সমাধান করা।

নিজ দলের ভেতর থেকেও জনসনের পদত্যাগের দাবি জোরালো হচ্ছে। তবে তিনি পদত্যাগ করবেন না বলে জানিয়ে দিয়েছেন। পার্লামেন্টে উপস্থিত হওয়ার পর পদত্যাগ করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, না।

ব্রিটিশ সরকারে পদত্যাগের ঝড় শুরু হইছে। ৩০ জনের বেশি নেতা পদত্যাগ করেছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন জনসন শূন্য পদগুলো পূরণ করতে সক্ষম হবেন কিনা। বিশেষ করে যখন অর্থনীতি মন্থর এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি মোকাবিলা করতে হচ্ছে সরকারকে।

পদত্যাগী মন্ত্রী ও জুনিয়র মন্ত্রীরা বলছেন জনসন শাসন করার উপযুক্ত নন। কিন্তু জনসন বলেছেন, পার্লামেন্টে সাপ্তাহিক প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে তিনি লড়াই চালিয়ে যাবেন।