তুরস্কের রাষ্ট্রদূতকে তলব করবে ইউক্রেন

কয়েক দিন ধরে তুরস্কের বন্দরে আটকা ছিল ইউক্রেনীয় শস্য বহনকারী রুশ পতাকাবাহী কার্গো জাহাজ। তবে এটিকে কারাসু বন্দর ছাড়ার অনুমতি দেওয়া হয়েছে দাবি করে তুর্কি রাষ্ট্রদূতকে তলব করতে যাচ্ছে ইউক্রেন।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেনকো বলেন, রাশিয়ার জাহাজ ঝিবেক ঝোলি, ‘যেটি চুরি করা ইউক্রেনীয় শস্যে পূর্ণ ছিল; তুর্কি কর্তৃপক্ষের কাছে অপরাধমূলক প্রমাণ উপস্থাপন করার পরও কারাসু বন্দর ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে’।

তিনি আরও বলেন, এমন অগ্রহণযোগ্য পরিস্থিতি স্পষ্ট করতে কিয়েভে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতকে ডাকা হবে।

ইউক্রেনের অনুরোধে গত মঙ্গলবার নিজেদের বন্দর থেকে রুশ জাহাজটিকে জব্দ করে তুরস্কের কাস্টমস কর্তৃপক্ষ। ইউক্রেনের বেরদিয়ানস্ক বন্দর থেকে অবৈধভাবে ৭ হাজার টন খাদ্যশস্য নিয়ে আসে রাশিয়ার এই জাহাজটি। পরবর্তীতে কৃষ্ণসাগরে তুরস্কের কারাসু বন্দরে পৌঁছালে জাহাজটিকে আটক করা হয়।

সূত্র: দ্য গার্ডিয়ান।