ইউক্রেনে শক্তি হারাতে যাচ্ছে রাশিয়া: যুক্তরাজ্য

ব্রিটেনের বৈদেশিক গোয়েন্দা সংস্থা এমআইসিক্স প্রধান বলেছেন, ইউক্রেনে সামরিক অভিযান চালিয়ে যেতে হিমশিম খাবে রাশিয়া এবং ইউক্রেনীয় সেনাবাহিনী পাল্টা হামলা চালাতে হয়তো সক্ষম হবে। বিরল প্রকাশ্য অনুষ্ঠান আসপেন সিকিউরিটি ফোরামে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

এমআইসিক্স প্রধান রিচার্ড মুর বলেছেন, ইউক্রেনের যুদ্ধের প্রারম্ভিক লক্ষ্য অর্জনে রাশিয়া চূড়ান্ত ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার মধ্যে রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্টকে উৎখাত, কিয়েভ দখল এবং পশ্চিমাদের মধ্যে বিভক্তি তৈরি করা।

ইউক্রেনে রুশ আক্রমণকে তিনি ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নগ্ন আগ্রাসনের সবচেয়ে জঘন্য কাজ হিসেবে উল্লেখ করেছেন।

তিনি বলেছেন, সম্প্রতি রাশিয়ার অগ্রগতি খুব সামান্য এবং তারা প্রায় শক্তি হারাতে যাচ্ছে।

এমআইসিক্স প্রধান বলেন, আমাদের পর্যালোচনা হলো রাশিয়া আগামী কয়েক সপ্তাহ ক্রমাগত মানবশক্তি ও সরঞ্জাম পেতে কঠিন পরিস্থিতির মুখে পড়বে। তাদের কোনও উপায়ে থামতে হবে এবং এটি ইউক্রেনকে পাল্টা হামলার সুযোগ দেবে।

তিনি আরও বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে এমন সাফল্য ইউরোপের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দেবে। আর তা হলো এতে জয়লাভ সম্ভব। বিশেষ করে শীতের আগে। যখন গ্যাস সরবরাহে চাপ থাকবে।

তার কথায়, আমরা কঠিন সময়ে রয়েছি।

ভ্লাদিমির পুতিনের অসুস্থতার কোনও প্রমাণ পাওয়া যায়নি বলেও উল্লেখ করেছেন ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তা।