বিশ্বের ‘সবচেয়ে ব্যয়বহুল’ বাড়িতে থাকছেন সৌদি যুবরাজ

ফ্রান্স সফরে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল হিসেবে খ্যাত বিলাসবহুল প্রাসাদ-সম অট্টালিকায় অবস্থান করছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ২০১৫ সালে এই বাড়িটি তিনি কিনেছিলেন। ফ্রান্স সফরে তিনি ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক করবেন।

প্যারিসের বাইরে অবিস্থত শ্যাঁতু লুই ফোরটিন নামের বাড়িটিকে ফরচুন সাময়িকী বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বাড়ি বলে অভিহিত করেছিল। মোট ৫৭ একর জায়গার ওপর তৈরি এই বাড়ি।

ফ্রান্সের ভার্সাইয়ের কাছে শ্যাঁতু লুই ফোরটিন নামের বাড়িটি অবস্থিত। ১৯ শতকের একটি দুর্গকে ২০০৯ সালে পুনর্নির্মাণ করা হয়। এখানে রয়েছে সোনার তৈরি ঝরনা ও মার্বেলের মূর্তি। এছাড়া রয়েছে গোলকধাঁধা, নাইট ক্লাব ও পার্ক।

২০১৫ সালে এক অজ্ঞাত ক্রেতা ৩০০ মিলিয়ন ডলারে বাড়িটি কিনেছিলেন।

দুই বছর পর মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে উল্লেখ করেছিল, ৩৬ বছর বয়সী মোহাম্মদ বিন সালমান এই বাড়িটির মালিক। বেশ কয়েকটি শেল কোম্পানি হয়ে তিনি বাড়িটি কিনেছেন।

স্থানীয় সরকারের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, সৌদি সিংহাসনের বিতর্কিত উত্তরাধিকারী এই বাড়িতেই অবস্থান করছেন। বৃহস্পতিবার তিনি ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে নৈশভোজে অংশ নেবেন।  

সূত্র: এএফপি