ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ন্ত্রণের বাইরে: আইএইএ

ইউক্রেনে অবস্থিত ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ‘জাপোরিঝিয়া’ পুরোপুরি  নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই কেন্দ্রটির নিয়ন্ত্রণে নিতে ইউক্রেনে অভিযানের শুরুর পর থেকেই চেষ্টা চালিয়ে আসছিল রুশ বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘের পরমাণু সংস্থা।

গুরুত্বপূর্ণ কেন্দ্রটি নিয়ন্ত্রণে নেওয়াকে কেন্দ্র করে অঞ্চলটিতে নতুন করে সংঘর্ষ শুরু হতে পারে। তাতে ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি ঝুঁকির মধ্যে পড়বে। 

ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রুশ সেনারা ইউক্রেনের দক্ষিণের দিনিপ্রো নদীর ওপর অবস্থিত স্টেশনের মাঠে অবস্থান করছে এবং সামরিক সরঞ্জাম সংরক্ষণ করছে।

তবে এক রুশ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সের কাছে অভিযোগ করেন, প্ল্যান্ট হামলার জন্য পশ্চিমা সরবরাহকৃত অস্ত্র ব্যবহার করছে ইউক্রেনীয় বাহিনী।

যদিও প্ল্যান্টি রাশিয়া দখলে নিলেও ইউক্রেনীয় স্টাফদের মাধ্যমে এখনও কার্যক্রম চালু আছে। 

নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরে সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রসি গ্রসি বলেন, 'পরিস্থিতি এখন খুবই নাজুক। পারমাণবিক নিরাপত্তার প্রতিটি নীতিই কোনও না কোনভাবে লঙ্ঘন করা হয়েছে এবং আমরা তা চলতে দিতে পারি না’।

জাপোরিঝিয়ার স্বাভাবিক কার্যক্রম চালু রাখতে গভীর নজর রাখছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)।

সূত্র: বিবিসি।