ইউক্রেনের বিরুদ্ধে পারমাণবিক কেন্দ্রে হামলার অভিযোগ রাশিয়ার

ইউক্রেনের বিরুদ্ধে জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে গোলাবর্ষণের অভিযোগ করেছে রাশিয়া। সোমবার রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন অভিযোগ করেছে, ইউক্রেনীয় সেনারা বিদ্যুৎকেন্দ্রটিতে হামলা করছে। এমন হামলায় সম্ভাব্য বিপর্যয়কর পরিণতির বিষয়ে ইউরোপকে হুঁশিয়ার করেছে রাশিয়া। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, পারমাণবিক কেন্দ্রে ইউক্রেনের সশস্ত্রবাহিনীর গোলাবর্ষণ চরম বিপজ্জনক কর্মকাণ্ড। ইউরোপসহ বিরাট এলাকায় এর বিপর্যয়কর পরিণতি দেখা দিতে পারে।

ইউক্রেনের মিত্রদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন এমন গোলাবর্ষণ ঠেকাতে তাদের প্রভাব ব্যবহার করার জন্য।

সম্প্রতি মস্কো ও কিয়েভ একে অপরের বিরুদ্ধে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার অভিযোগ করে আসছে। জাতিসংঘের পক্ষ থেকেও সম্ভাব্য পারমাণবিক বিপর্যয়ের বিষয়ে সতর্ক করা হয়েছে।

ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাপোরিজ্জিয়া। ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণের শুরুর দিকেই এটি দখল করে রাশিয়া। সাম্প্রতিক কয়েকটি হামলায় এর অবকাঠামো ক্ষতিগ্রস্ত ও একটি রিঅ্যাক্টর বন্ধ হয়েছে।