ইজিউমের দিকে এগোচ্ছে ইউক্রেনীয় বাহিনী

ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে মঙ্গলবার তুমুল গোলাবর্ষণ ও লড়াইয়ের খবর পাওয়া গেছে। ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন, ডনেস্কতে ফ্রন্টলাইনের শহরগুলোতে তুমুল লড়াই হচ্ছে রুশ সেনাদের সঙ্গে। ডনবাস অঞ্চল রুশরা একের পর এক হামলা চালাচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

ডনেস্কর ইউক্রেনীয় গভর্নর পাভলো কিরিলেঙ্কো বলেন, এখানকার পরিস্থিতি উত্তেজনাময়। শত্রুরা বিমান হামলা চালাচ্ছে। তবে তারা কোনও সফলতা পাচ্ছে না। ডনেস্ক এখনও টিকে আছে।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক উপদেষ্ট ওলেক্সি আরেস্টোভিচ ইউটিউবে পোস্ট করা এক ভিডিওতে দাবি করেছেন, রুশদের কাছ থেকে খারকিভের ডবহেঙ্কে শহর মুক্ত করেছে ইউক্রেনীয় সেনারা এবং ইজিউমের দিকে এগিয়ে যাচ্ছে তারা।

যুদ্ধক্ষেত্রের নিয়মিত ব্রিফিংয়ে ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, উত্তর, পূর্ব ও দক্ষিণ-পূর্ব খারকিভে ট্যাংক, কামান ও রকেট হামলা হয়েছে।

আরেস্টোভিচ বলেছেন, পরিস্থিতি খুব ভালো। ইউক্রেনের সেনারা সফলভাবে এগোচ্ছে। হারানো ভূখণ্ড ফিরে পেতে রুশদের উদ্যোগ সফল হয়নি। ইউক্রেনীয় সেনারা হয়ত তাদের ঘিরে ফেলতে পারে।

খেরসনে ডনিপ্রো নদীর গুরুত্বপূর্ণ সেতু আন্তোনোভস্কিতে আবারও ইউক্রেনীয় সেনারা হামলা চালিয়েছে। রুশদের সাপ্লাই লাইন বিঘ্নিত করতে তারা এসব হামলা জারি রাখছে।

রাশিয়া কর্তৃক উৎখাত হওয়া খেরসন আঞ্চলিক কাউন্সিলের উপ-প্রধান ইউরি সভোলেভস্কি জানিয়েছেন, সেতুটির ভয়াবহ ক্ষতি হয়েছে আগের রাতে অভিযানে।

রয়টার্সের পক্ষ থেকে ইউক্রেনের এসব দাবির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।