গ্রিস-তুরস্ক সীমান্তের নির্জন দ্বীপে ৩৮ অভিবাসী উদ্ধার

তুর্কি-গ্রিস সীমান্তবর্তী নামহীন ছোট এক দ্বীপ থেকে ৩৮ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজন গর্ভবতীসহ ৯ নারী ও আট শিশু রয়েছে। সোমবার তাদের অবস্থান শনাক্ত করার পর উদ্ধার করে গ্রিসের মূল ভূখণ্ডে নেওয়া হয়েছে।

গ্রিসের অভিবাসনমন্ত্রী বলেন, দলটির সবাই ভালো আছেন। পূর্ব সতর্কতার অংশ হিসেবে গর্ভবতী নারীকে হাসপাতালে নেওয়া হয়েছে।

তারা জুলাইয়ের মাঝামাঝি থেকে এভ্রোস নদী সংলগ্ন দ্বীপে ছিলেন। স্থানীয় বিভিন্ন গোষ্ঠী ও মানবাধিকার সংস্থার মতে, গ্রিক শহর লাভারার কাছে অবস্থিত ছোট দ্বীপে অন্তত এক শিশু মারা গেছে। তবে বিষয়টি এখনও নিশ্চিত করতে পারেনি গ্রিস পুলিশ। উদ্ধার হওয়াদের সবাই সিরিয়ার বলে পরিচয় দিচ্ছে। 

খবর পেয়ে অভিবাসনমন্ত্রী মিতারাচি মঙ্গলবার (১৬ আগস্ট) ইভ্রোস অঞ্চল পরিদর্শন করেছেন। শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত না করলেও, নিয়ম অনুযায়ী দাফন নিশ্চিত করতে সরকার আন্তর্জাতিক রেড ক্রস এবং রেড ক্রিসেন্টের সঙ্গে কাজ করবে বলে জানান তিনি।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২২ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে সাগর পথে গ্রিসে প্রবেশ করেছে ২৩২ সিরিয়ার নাগরিক।

সূত্র: বিবিসি