পারমাণবিক কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করুন, জাতিসংঘকে জেলেনস্কি

জাপোরিঝজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। গত কয়েকদিন ধরে ইউরোপের সবচেয়ে বড় কেন্দ্রটি ঘিরে রুশ ও  ইউক্রেনীয় বাহিনীর মধ্যে লড়াই তীব্রতর হয়েছে।

বৃহস্পতিবার জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে লভিভ শহরে বৈঠকের পর বিবৃতিতে জেলেনস্কি বলেন, 'জাতিসংঘকে অবশ্যই এর কৌশলগত কেন্দ্রটির নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কেন্দ্রটিকে নিরস্ত্রীকরণ ও রুশ সেনাদের থেকে পুরোপুরি মুক্ত নিশ্চিত করতে হবে'।

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ হামলার কথা উল্লেখ করে সমালোচনা করেছেন জেলেনস্কি। মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে, জাতিসংঘ মহাসচিব তার এই সফরকে রাশিয়ার অধিকৃত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে চলমান সংকট মোকাবিলার চেষ্টা করবেন।

বৃহস্পতিবার অ্যান্তনিও গুতেরেস ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লভিভে পৌঁছান। তিনি জেলেনস্কি ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে বৈঠক করবেন।