ইউক্রেনকে মাইক্রো ড্রোন দেবে যুক্তরাজ্য ও নরওয়ে

রুশ আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনকে মাইক্রো ড্রোন দেবে দেশটির দুই ইউরোপীয় মিত্র যুক্তরাজ্য ও নরওয়ে। বুধবার নরওয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশ যৌথভাবে কিয়েভকে এসব মাইক্রো ড্রোন সরবরাহ করবে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

নরওয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, টেলিডিন ফ্লির ব্ল্যাক হর্নেট ড্রোন মূল রিকনেসান্স এবং টার্গেট শনাক্তকরণের জন্য ব্যবহৃত হয়। এটির দাম পড়বে ৯ কোটি নরওয়েজিয়ান ক্রাউন পর্যন্ত। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৮৭ কোটি ৫১ লাখ ছয় হাজার ৮২৮ টাকা।

এদিকে ইউক্রেনকে ৩০টি সামরিক যান দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের আরেক দেশ স্লোভাকিয়া। ইউক্রেনকে ইতোমধ্যেই একটি এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করেছে স্লোভাকিয়া। এছাড়াও কিয়েভকে এমআই- সিরিজের হেলিকপ্টার, স্বচালিত হাউইটজার এবং মাল্টিপল রকেট লঞ্চারও দিয়েছে দেশটি। ইউক্রেনকে সোভিয়েত আমলের মিগ-২৯ যুদ্ধবিমানও দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে স্লোভাকিয়া।