যুক্তরাষ্ট্রে গুলিবিদ্ধ নেদারল্যান্ডসের তিন কমান্ডো

প্রশিক্ষণের জন্য যুক্তরাষ্ট্রে অবস্থানরত নেদারল্যান্ডসের তিন কমান্ডো গুলিবিদ্ধ হয়েছেন। অফ ডিউটি অবস্থায় ইন্ডিয়ানাপোলিস শহরের একটি হোটেলের বাইরে এই ঘটনা ঘটেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

ইন্ডিয়ানাপোলিসের পুলিশ স্থানীয় সময় শনিবার ভোর সাড়ে তিনটার দিকে এই গুলির ঘটনাটি ঘটেছে। কর্মকর্তারা গুলিবিদ্ধ তিনজনকে উদ্ধার করে কাছের হাসপাতালে নিয়ে যান।

ডাচ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এক কমান্ডোর অবস্থা গুরুতর। অপর দুজনের জ্ঞান ফিরেছে। আহত তিনজন কমান্ডো কর্পস-এর সদস্য। এটি নেদারল্যান্ডসের সশস্ত্রবাহিনীর স্পেশাল অপারেশন্স ইউনিটগুলোর একটি।

মন্ত্রণালয় জানিয়েছে, কমান্ডোরা যে হোটেলে অবস্থান করছিলেন সেটির বাইরে তাদের অবসর সময়ে গুলির ঘটনা ঘটেছে।

স্থানীয় পুলিশ ধারণা করছে, গুলির ঘটনার আগে অপর এক ব্যক্তি বা গোষ্ঠীর সঙ্গে তিন কমান্ডোর বাকবিতণ্ডা হয়েছে।

ডাচ মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের পরিবারকে অবহিত করা হয়েছে এবং স্থানীয় পুলিশের তদন্ত চলছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।