ইউক্রেনে অস্ত্র সরবরাহ নৈতিকভাবে গ্রহণযোগ্য: পোপ

ইউক্রেনের আত্মরক্ষার জন্য দেশটিকে অস্ত্র সরবরাহ নৈতিকভাবে গ্রহণযোগ্য। কাজাখস্তানে তিন দিনের সফর থেকে ফিরে এমন মন্তব্য করেছেন পোপ ফ্রান্সিস। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে বরাবরই সোচ্চার পোপ ফ্রান্সিস। ইতোপূর্বে ইউক্রেন যুদ্ধ অবসান এবং জাপোরিজ্জিয়া বিদ্যুৎকেন্দ্রে পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি এড়াতে ‘দৃঢ় পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি। তার ভাষায়, ‘আমি আশা করি যুদ্ধের অবসান ঘটাতে এবং জাপোরিজ্জিয়ায় পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি এড়াতে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে।’

ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্সবার্গে দেওয়া ভাষণে ইউক্রেনের যুদ্ধকে মানবতার নিষ্ঠুর অবনমন হিসেবে আখ্যায়িত করেন তিনি। তার ভাষায়, ‘ইউক্রেনে রক্ত ও অশ্রুর নদী বইছে। এটি কেবল একটি সামরিক অভিযান নয় বরং একটি যুদ্ধ যা মানুষকে মৃত্যু, ধ্বংস ও দুর্দশার দিকে নিয়ে যাচ্ছে। ঈশ্বরের দোহাই, দুর্দশাগ্রস্ত মানুষের আর্তনাদ শুনুন এবং বোমাবাজি ও হামলা থামান। ঈশ্বরের দোহাই দিয়ে আপনাদের বলছি, এই  ম্যাসাকার থামান।’