বেসামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে রাশিয়া: ব্রিটিশ গোয়েন্দা

ইউক্রেনে গত সপ্তাহ থেকে বেসামরিক অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র হামলা ব্যাপক আকারে বাড়িয়েছে রুশ বাহিনী। সম্প্রতি যুদ্ধের ময়দানে সামরিক বিপর্যয়ের জেরেই মস্কো এমন প্রতিক্রিয়া দেখিয়েছে বলে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সবশেষ গোয়েন্দা প্রতিবেদনে এ তথ্য ওঠে এসেছে। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

এক টুইটার পোস্টে ইউক্রেন যুদ্ধের সবশেষ পরিস্থিতি নিয়ে বলা হয়েছে, জনগণের মনোবল ভেঙে দিতেই রাশিয়া বেপরোয়া হামলা শুরু করেছে।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযানে এখন পর্যন্ত কয়েক হাজার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। সবশেষ সাত দিনে ইউক্রেনের বেসামরিক অবকাঠামো টার্গেট করে হামলা জোরদার করেছে। ধারণা করা হচ্ছে, হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

গোয়েন্দা প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুদ্ধে প্রথম দিকেই বিপর্যয়ে পড়েছে রুশ সামরিক বাহিনী। এ অবস্থায় দেশটির সরকার এবং জনগণের মধ্যে প্রভাব ফেলতে হামলার জায়গা প্রসারিত করছে রাশিয়া।

যুদ্ধের ময়দানে মস্কোর বিপর্যয় নিয়ে প্রেসিডেন্ট জেলেনস্কি দাবি করেন, গত সপ্তাহে ইজিউমসহ ৬ হাজার কিলোমিটারের বেশি জায়গায় পুনরুদ্ধার করেছে ইউক্রেনীয় বাহিনী।