রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ চলবে: জেলেনস্কি

রাশিয়ার কাছে হারানো ভূখণ্ড পুনরুদ্ধারের প্রতিশ্রুতি ব্যক্ত করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এ থেকে পিছু হটবে না কিয়েভ।

ইউক্রেন যুদ্ধে বিপর্যয়ের ফলে দেশটির বেসামরিক স্থাপনা হামলা চালাচ্ছে রুশ বাহিনী, রবিবার এমনটাই দাবি করা হয়েছে ব্রিটিশ গোয়েন্দা প্রতিবেদনে। এছাড়া এক মার্কিন শীর্ষ জেনারেল সতর্ক করে বলেন, ইউক্রেন যুদ্ধে বিপত্তিতে মস্কো কেমন প্রতিক্রিয়া দেখাবে তা এখনও স্পষ্ট নয়।

ইউক্রেনীয় বাহিনীর পাল্টা আক্রমণের কারণে সম্প্রতি যুদ্ধের ময়দানে বিপর্যস্ত রাশিয়া। ইজিউমসহ ৬ হাজারের বেশি কিলোমিটার ভূখণ্ড পুনরুদ্ধার করেছে কিয়েভ।

রবিবার রাতে ভার্চুয়ালি ভাষণে জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার ওপর সর্বোচ্চ চাপ অব্যাহত রাখবে। আপনাদের কারও কাছে মনে হতে পারে, ধারাবাহিক জয়ে আমারা থেমে গেছি। কিন্তু এটি আমাদের নিরবতা নয়। বরং পরবর্তী অভিযানের জন্য প্রস্তুতি.. কারণ পুরো ইউক্রেনকে অবশ্যই শত্রু মুক্ত করতে হবে’।

সূত্র: আল জাজিরা।